Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ ডিসেম্বর ২০২৩

শরীর চর্চা বিভাগ

Wellcome  to Physical Education Department

দাওকান্দি সরকারি কলেজের ক্রীড়া কার্যক্রমঃ

ক্রীড়ার ব্যাপক সম্প্রসারণ করা দাওকান্দি সরকারি কলেজের ক্রীড়া সংস্থার অন্যতম লক্ষ্য।

ক্রমিক নং

কার্যক্রম সমূহ

মন্তব্য

০১

তরুন ছেলে-মেয়েদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে  খেলাধূলার চর্চা, অনুশীলন, প্রতিভা অন্বেষণের লক্ষ্যে প্রতি বছর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায়  প্রশিক্ষণ ও  প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

০২

বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করা এবং নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে সুযোগ তৈরী করা ।

 

০৩

ক্রীড়া আন্দোলনকে বেগমান করাসহ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

 

০৪

বিভিন্ন জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন, আন্তঃ কলেজ প্রতিযোগিতা (শীত/গ্রীষ্মকালীন)ছেলে-মেয়েদের প্রতিযোগিতা এবং পরিচালনা  পরিষদের সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদান।

 

০৫

শ্রেণি ভিত্তিক ও আন্তঃ কলেজ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা

 

বর্ষিক ক্রীড়া পরিকল্পনা ২০২৪

Comming soon..............

 

 শরীর চর্চার উপকারিতা

স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ঠিক তো সব ঠিক। শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। সুস্থ দেহ এবং সুস্থ মন- সুস্থ  মানসিকতার শিল্প বহন করে। শরীর সুস্থ রাখার জন্য আমরা কতো কিছুই না করি। শরীরকে সুস্থ এবং মনকে নির্মল রাখার জন্য নিয়মিত শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম করার গুরুত্ব অপরিসীম।

 আমরা বলি শরীর চর্চা করা উপকারী। কিন্তু কতটুকু উপকারী, তা আমরা অনেকেই জানি না। শরীর চর্চার উপকারিতা বর্ণনা করে শেষ করার মতো নয়। তারপরও বিশেষ কিছু উপকারিতা আলোচনা না করলেই নয়! জীবন সুস্থ রাখার জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই। চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন, শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত সবারই শারীরিক সুস্থতার জন্য শরীর চর্চা অর্থাৎ ব্যায়াম করা দরকার।

নিয়মিত শরীর চর্চা করলে মন ও শরীর সুস্থ  থাকে।

  • নিয়মিত শরীর চর্চা  করলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
  • শরীর চর্চা করলে চেহারায় লাবন্য ও ঔজ্জ্বলতা বৃদ্ধি পায়।
  • শরীর চর্চা করলে মস্তিষ্ক স্বাভাবিক ও প্রফুল্য থাকে।
  • শরীর চর্চার ফলে হতাশা ও বিষন্নতা থেকে মুক্ত পাওয়া যায়।
  • শরীর চর্চার ফলে একজন বৃদ্ধকেও তরুণ দেখায়।
  • শরীর চর্চার ফলে শরীরের ওজন কমে।
  • শরীর চর্চার ফলে যে কোন কাজে মন বসে।
  • শরীর চর্চার ফলে শরীর বেশ শক্তি শালী হয়।

Md. Zohurul Hoq

Physical Education Teacher
Physical Education Department
Daokandi Govt. College, Rajshahi
Daokandi-6240, Durgapur, Rajshahi
Mobile No. 01734884876
E-mail: