Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ ডিসেম্বর ২০২৩

পটভূমি ও ইতিহাস

১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ত্রাণ ও পূণর্বাসন মন্ত্রী জনাব এ.এইচ.এম কামারুজ্জামান মহোদয়, তার সার্বিক তত্বাধানে পরিচালিত দাওকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অত্র সভায় তাঁর স্মৃতি বিজড়িত ও পদচারণায় মূখরিত, পবা-মোহনপুর-বাগমারা থানার জনগণের পদচারণায় মূখরিত ও দুর্গাপুর থানার ০৭ টি ইউনিয়নের কেন্দ্রস্থল, বারনই নদীর দক্ষিণ পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত মনোরম পরিবেশে অবস্থিত দাওকান্দি বাজারের দক্ষিণ পার্শ্বে দাওকান্দি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় যাবতীয় কার্যক্রমের উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় এমপি জনাব জাফরুল্লাহ্ শাহ্ মহোদয়কে পরামর্শ দেন। উক্ত সভায় উপস্থিত সকল জনগণ আনন্দ চিত্তে তাহা গ্রহণ করেন এবং তার ফলশ্রুতিতে ১৯৭২ সালে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ জনাব এ.এইচ.এম কামারুজ্জামান সাহেবের সার্বিক সাহায্য ও সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ও অনুমোদন লাভ করে।